কথা গুলো শুনলে কলিজায় আঘাত লাগবে - সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী








আমাদের মন খারাপ, মাথা গরম, কিংবা ভালো না লাগার জন্য আসলে আমরাই দায়ী। অন্য কেউ না।


যেমন মনে করুন, কেউ আপনাকে অন্যায়ভাবে গালি - দিলো, তখন আপনি ক্ষেপে যাবেন। মন খারাপ করবেন। পক্ষান্তরে কোন পাগল যদি গালি দেই,তখন আপনি কিন্তু ক্ষেপে যাবেন না, বা মন খারাপও করবেন না। বরং ইগনোর করবেন,হাসির চলে উড়িয়ে দিবেন আকাশ পানে।


অথচ একটু খেয়াল করে দেখুন, দুই চরিত্রেই কিন্তু আপনি ই আছেন। দুইজনেই আপনাকে মন্দ কথা বলেছিলো। কিন্তু আপনি একি ব্যক্তি দুজনের ক্ষেত্রে আলদা আলদা রিএকশন করে দেখাতে পেরেছেন। আপনার রিএকশন আলাদা আলাদা হয়েছে। তারমানে, কেউ আপনাকে আপনার অপছন্দনীয় কিছু বললে বা করলে,রিএকশনটা কি হবে কেমন হবে,সম্পুর্ণটাই আপনার কন্ট্রোলে।


তাই, সব একশনের এগিনিস্টে সমান ও বিপরীত রিএকশন হবে, কি হবে না- সেটা একান্ত আপনার-ই হাতে আপনার ক্ষমতাই ।


আপনার আশেপাশে এমন অনেকেই আছে যারা সামান্য একটা জিনিস/বিষয় নিয়ে তুলকালাম বাঁধিয়ে ফেলে।জীবনের পথ চলার পথে এমন অনেক কিছুই ঘটবে,যা আপনার মনের বিপরিত অপছন্দের এবং কষ্ট দায়ক হবে । জীবনের পথে এমনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মনের গহীনে একটি ছাতা রাখবেন।


যেমন:- বৃষ্টি না থাকা সত্যেও অনেক সময় ঘর থেকে ছাতা বহন করে বের হোন, যদি বৃষ্টি চলে আসে হঠাৎ মাঝ পথে, আর সেই বৃষ্টি যেন আপনার পথ চলা রুখে দিতে না পারে। কেননা আপনাকে যে গন্তব্যে পৌছাইতেই হবে।


ঠিক তেমনি, জীবনের কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে যখন আপনার সময়টা পার হবে,

কারো কথা কিংবা কাজ যখন আপনাকে কষ্ট দিবে,

ঠিক তখনি মনের ঘরের শান্তির যায়গায় আপনার সেই ছাতাটা খুলেদিন হাসি মুখে ।


ওদের কথা শুনা দরকার শুনবান। আর কান তো আছেই শুনার জন্য।চিপে ধরে রাখলেও যে শুনা যায়। তাই শুনুন কিন্তু মানে ঢুকাবেন না।

ঐ যে মনে পড়ে পাগলের কথাটা। আরর জানেন তো পাগলের মুখে লাগাম থাকে না। বললেও বুঝবে না।সুতরাং বাদ দিন ঐ সুস্থ পাগলের কথাটা।



কেননা,এইটা আপনার জীবন। শুধুই আপনার।

আর একবার চলে গেলে যে আরর ফিরে আসা হবে না আমাদের এই সুন্দর দুনিয়ায়। সুতরাং আপনাকে বাচতে হবে আপনার পরিবারের জন্য, বিশেষ করে আপনার জন্য। আপনার স্রষ্টা মহান আল্লাহর নাম নিয়ে এই মুহুর্তেই ভুলে যান,মনের সব কষ্টের কথা।


ছুড়ে ফেলেদিন সব কষ্ট ডাস্টবিন এর মধ্যে।

বিশ্বাস করুন আপনি পারবেন,অবশ্যই পারবেন।

কেউ আপনার সাথে থাক কিংবা না থাক,আপনার দয়াময় মেহেরবান আল্লাহ সদায় আপনার সাথে আছে।


আপনার মন কন্ট্রোল করার সুইচ একান্তই আপনারি হাতে আছে। দুনিয়ার অন্য কারো হাতে না।




অন্তত ১টা মিনিটও যদি ভালো থাকতে পারি, মন্দ কি।হয়তো অন্যের কাছে এইটা সামান্য ১টা মিনিট মাত্র। কিন্তু সেই ১ মিনিট টা আমাদের জন্য অনেক মুলবান।



লিখাঃ- সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

Post a Comment

Previous Post Next Post